সংগঠনের নামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল
সংক্ষেপেঃ জাতীয়তাবাদী সাইবার দল- এনসিপি
In English : Bangladesh Nationalist Cyber Party
In Short: Nationalist Cyber Party- NCP
স্লোগানঃ তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি
সাংগঠনিক গঠনতন্ত্রের ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের পতাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের পতাকার আকারের অনুপাত ৫:৩। যা উপর নিচে সমান দুই ভাগে লাল সবুজে বিভক্ত। পতাকার কেন্দ্রে কালো চক্রের মাঝখানে সাইবার চিহ্ন বেষ্টিত যা সাইবার প্রতীক হিসেবে বিবেচিত হবে। সাইবার চিহ্নটির সোজা উপরে ধানের শীষের শীর্ষে পাশাপাশি চারটি সাদা তারকা খচিত থাকবে। যা সংগঠনের- জাতীয়তাবাদ, একতা, সংযোগ ও দেশপ্রেম (Nationalism, Unity, Connectivity & Patriotism) চার মূলভিত্তির প্রতীক হিসেবে নির্দেশিত। ‘লাল’ মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের মূর্ছনা যা মহান আত্মত্যাগে অবিনশ্বর এবং ‘সবুজ’ আবহমান বাংলার তারুণ্যের জয়গানের বহিঃপ্রকাশ।
সাংগঠনিক গঠনতন্ত্রের ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের মনোগ্রামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের মনোগ্রাম একটি কালো চক্রের ন্যায় হবে। যার মাঝখানে সমান দুইভাগের উপরের অংশে ডান থেকে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফটো বেষ্টিত থাকবে। নিচের অংশে ইংরেজিতে Nationalist Cyber Party-NCP লেখা থাকবে। চক্রটিকে কেন্দ্র করে পরিধি বেষ্টিত সমান দুইভাগের উপরের অংশে লাল রং-এর কালিতে বাংলায় ‘জাতীয়তাবাদী সাইবার দল’ কথাটি লেখা থাকবে এবং নিচের অংশে সবুজ রং-এর কালিতে ইংরেজিতে Nationalist Cyber Party’ লেখা থাকবে।